শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ইবিতে ময়লার দুর্গন্ধে যেন অতিষ্ঠ শিক্ষার্থীরা  

ইবি প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৩, ১৮:১৭
ইবিতে ময়লার দুর্গন্ধে যেন অতিষ্ঠ শিক্ষার্থীরা  
ইবিতে ময়লার দুর্গন্ধে যেন অতিষ্ঠ শিক্ষার্থীরা  

দিনের পর দিন সাংস্কৃতি ও রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় হয়ে উঠছে যে কয়টি স্থান এর মধ্যে বেশ অগ্রসর নাম জিয়া মোড়। ১৭৫ একক ক্যাম্পাসে সর্বদা শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে জায়গাটি। এছাড়া হাজারো রাজনৈতিক ও সাংস্কৃতির গল্প প্রতিনিয়ত রচিত হচ্ছে এই স্থানটি ঘিরে। তবে বহুল পরিচিত এই জায়গায় যথাযত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নিদারুণ ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছে শিক্ষার্থীরা।

সোমবার (২ অক্টোবর) সরেজমিনে গিয়ে উঠে আসে এই ভোগান্তির চিত্র। আবাসিক হলের নিম্নমানের খাবার খেতে না পেরে জিয়া মোড়ের হোটেলগুলোতে খাবার খেতে আসছেন শিক্ষার্থীরা। রাস্তার পাশে ফেলা রাখা হয়েছে ড্রেনের আবর্জনা। একটু এগিয়ে গেলে দেখা যায়, দোকানীদের ও হোটেলের থেকে ফেলা ডিমের খোসা ও খাবারের উচ্ছিষ্ট। ময়লার স্তূপ থেকে চরম দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। বৃষ্টি না হইলে হয়তো মুখে রুমাল ও কাপর চেপে ধরে যেতে হতো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দিপু কুমার সাহা দৈনিক যায়যায়দিনকে বলেন, 'ময়লা আবর্জনায় বঙ্গবন্ধুহল পুকুরপাড় উত্তর পাশটা জিয়া মোড় যেন বেহাল। আবাসিক হলের শিক্ষার্থীরা বোঝে এই অবস্থা কত বিরক্তিকর। খাবারের দোকানের যত ময়লা আবর্জনা তার যেন আশ্রয়স্থল যেন এই জিয়া মোড়। খাবারের উচ্ছিষ্ট, ডিমের খোসা, ব্যবহারিত পলিথিন ও টিস্যু সব এইখানে ফেলা হয়। যা পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে এবং এখান থেকে রোগ জীবাণু ছড়াতে বেশি সময় লাগবে না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।'

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এসেস্ট অফিসের প্রধান শামসুল ইসলাম জোহাকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে