বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

ইবির সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

ইবি প্রতিনিধি
  ২১ নভেম্বর ২০২৩, ১৬:৪৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে প্রশাসন ভবনের ২য় তলার সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলামগীর হোসেন ভূঁইয়া, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আতাউর রহমান।

এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে. এম.মতিনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ’র ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. হুমায়ন কবির, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রকৌশলী হাফিজুর রহমান এবং অর্থ ও হিসাববিজ্ঞান বিভাগের অতিরিক্ত পরিচালক রাধেশ্যাম।

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ না থেকে এর বাইরেও আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করতে চাই। আশা রাখি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ চুক্তি স্বাক্ষর কিছুটা হলেও অবদান রাখবে।

ইবির উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ’র কর্মসূচির নির্দেশনা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক ও গবেষণা বিষয়ে সমঝোতা স্মারক চুক্তি ও বাস্তবায়ন। সেই নির্দেশনার অংশ হিসেবে আজকের এই চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে আশা রাখি দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে