শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন

যাযাদি রিপোর্ট
  ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ঢাবি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার বিরোধী লেখাসম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে কোটা বাতিলের জন্য বিভিন্ন সেøাগান দিতে থাকেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শাখাওয়াত জাকারিয়া বলেন, ‘হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায় এবং ট্রান্সজেন্ডার এক নয়। কিন্তু হিজড়া (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের সহমর্মিতাকে কাজে লাগিয়ে বিকৃত মস্তিষ্কের ট্রান্সদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘কোটা তারাই দাবি করতে পারে যারা সমাজের পিছিয়ে পড়া জাতি। কিন্তু কোন যুক্তির ওপরে ট্রান্সজেন্ডার কোটা চালু করা হয়েছে তা বোধগম্য নয়। ট্রান্সজেন্ডারদের কোটা দেওয়ার অর্থ হলো বিশ্ববিদ্যালয়ে এলজিবিটিকে সমর্থন দেওয়া। যা সাধারণ শিক্ষার্থীরা কখনো মেনে নেবে না।’

মানববন্ধনে শামসুন্নাহার হলের এক নারী শিক্ষার্থী বলেন, ‘হিজড়াদের কোটা থাকা যুক্তিযুক্ত কিন্তু ট্রান্সদের কোটা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। নিজেদের বিকৃত করে কোটার দাবিদার হওয়া যায় না। ট্রান্স নাম ধরে পুরুষরূপী মহিলাদের কারণে আমরা মেয়েরা নিজেরাই ভুক্তভোগী হবো। সে আমাদের আবাসিক হলে থাকবে। তার সঙ্গে রুম শেয়ার করতে হবে। যা একজন সুস্থ স্বাভাবিক মেয়ের পক্ষে কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’

চিকিৎসা বিজ্ঞানের মতে, একজন ট্রান্সমানুষ কখনোই তার শরীরের শতভাগ পরিবর্তন করতে সক্ষম নয়। সর্বোচ্চ ২০ শতাংশ তারা পরিবর্তন করতে পারে। বাকি ৮০ শতাংশই তাদের অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়টা থেকে যায় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিদেশে একটি কারাগারে এক অপরাধী তাকে ট্রান্সউইমেন দাবি করায় তাকে মহিলাদের কারাগারে পাঠানো হয়। এরপরে দেখা যায় ওই কারাগারে তার দ্বারা আটজন নারী গর্ভবতী হয়। পরে তাকে পুনরায় পুরুষদের কারাগারে পাঠানো হয়। এরকম যদি হয় একজন পুরুষ আমাদের সঙ্গে হল শেয়ার করবে, রুম শেয়ার করবে- তার দ্বারা আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবো। এটা আমরা কখনোই চাই না। এর মাধ্যমে সমকামিতার বিজ আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি মেয়েদের প্রতিনিধি হয়ে এই কোটার বিলুপ্ত চাই।’

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ জোবায়ের বলেন, ‘ট্রান্সদের মতো বিকৃত মস্তিষ্কধারীদের কোটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাসির পাত্রে পরিণত করা হয়েছে। সারা দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তামাশা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর দিলে দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্ত কতটা উপহাসের বিষয় হিসেবে নিয়েছে।’

মানববন্ধনে ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা বাতিলসহ তিন দফা দাবি তোলেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- দ্রুত সময়ের মধ্যে এই কলুষিত ভর্তি বিজ্ঞপ্তি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে; ট্রান্সজেন্ডার পরিচয়ধারীদের কোটা ব্যবস্থার আওতায় আনার মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করে সংবিধান ও দেশের আইন পরিপন্থি কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্নে পড়াশোনা করার পরিবেশ সৃষ্টির জন্য পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে