শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন অমিত কুমার বসু

যাযাদি ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০২৪, ১২:১৩
শিক্ষামন্ত্রীর একান্ত সচিব হলেন অমিত কুমার বসু

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অমিত কুমার বসু। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রীর পিএস হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যশোরের চৌগাছা পৌরসভার অসিত কুমার বসু ও অঞ্জলী রানী বসুর সন্তান অমিত শিক্ষামন্ত্রীর এপিএস পদে নিয়োগ দেওয়া হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মহিবুল হাসান চৌধুরী শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বে থাকাকালে এপিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। এবার মন্ত্রিত্বের নতুন দায়িত্ব পেলেও পুরনো এপিএসের ওপরই আস্থা রেখেছেন মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা অমিতকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে