বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

অবসরপ্রাপ্ত শিক্ষকরা জাতির সম্পদ: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি
  ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৬
অবসরপ্রাপ্ত শিক্ষকরা জাতির সম্পদ: ইবি উপাচার্য
অবসরপ্রাপ্ত শিক্ষকরা জাতির সম্পদ: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষকরা জাতির সম্পদ। তাদের অবসরোত্তর সম্মাননা বিশ্ববিদ্যালয় তথা ফ্যাকাল্টির সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। এ অনুষ্ঠান থেকে অনুপ্রেরণা পেয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের শিক্ষক ও গুণীজনদের সম্মান ও মর্যাদা প্রদানে আরো উৎসাহিত হবেন।’

বুধবার সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

থিওলজী অনুষদের ডীন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ন ম ইকবাল হোসাইন।

জানা যায়, থিওলজী এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উদ্যোগে অনুষদের অধীন তিন বিভাগ যথা- আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দের বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। সভায় অবসরপ্রাপ্ত মোট চৌদ্দজনকে সংবর্ধনা প্রদান করা হয়। আবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ হলেন- অধ্যাপক আবু বকর রফীক আহমদ, অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়ার রহমান, অধ্যাপক ড. তাহির আহমদ, অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারী, অধ্যাপক ড. এ কে এম নূরুল আলম, অধ্যাপক ড. হাফেজ এ বি এম হিজবুল্লাহ ও অধ্যাপক ড. ফারুক আহমদ। মরণোত্তর সম্বর্ধনা প্রাপ্তরা হলেন- অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল্লাহ, অধ্যাপক ড. এবিএম ছিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. মোস্তফা কামাল, অধ্যাপক ড. আহসান উল্লাহ, অধ্যাপক ড. শহীদুল ইসলাম নূরী, অধ্যাপক ড. খন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর ও অধ্যাপক ড. মোজাম্মেল আলী।

এদিকে অনুষ্ঠানে বিদায়ী অধ্যাপকবৃন্দ চাকরীকালীন তাদের স্মৃতি ও অভিজ্ঞতা থেকে বক্তৃতা উপস্থাপন করেন। এছাড়া বিদায়ী শিক্ষকদের ছাত্র ও বর্তমানে বিভিন্ন বিভাগের অধ্যাপনারত শিক্ষকবৃন্দ তাদের বিদায়ী স্যারদের সাথে স্মৃতিমূলক অভিজ্ঞতার বর্ণনা করেন। পরে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক ক্রেস্ট এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে