বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ইবির আল-ফিকহ বিভাগের ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান 

ইবি প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৪, ১৮:২৭
ইবির আল-ফিকহ বিভাগের ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান 
ইবির আল-ফিকহ বিভাগের ১৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১৪তম ব্যাচ) শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসময় বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বুধবার (৬ মার্চ) দুপুর দুইটায় বিভাগের হল রুমে এর আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম, অধ্যাপক ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার, অধ্যাপক ড. হামিদা খাতুন, ড. আলতাফ হোসেন ও ড. আমজাদ হোসেন। এসময় বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বানী।

1

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন বলেন, ‘মানুষ ছোট হতে চায় না। কিন্তু দুজনের কাছে ছোট হয়ে আনন্দিত হওয়া যায়। একজন হলো নিজের সন্তান, দ্বিতীয়জন হলো নিজের ছাত্র। সমাজে বড় অবস্থানে যাওয়া, টাকা কামানো এগুলোই শুধু সফলতা নয়। সফলতা পাওয়ার দুইটি প্রধান মাধ্যম হলো ধৈর্য ও চেষ্টা। এই দুটি জিনিস তোমাদের সাথে রাখতে হবে। সবশেষ বলবো তোমাদের আমরা দূরে ঠেলে দিচ্ছি যাতে তোমরা আরো কাছে আসতে পারো।’

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে