শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

১০ লাখে চাকরি দিতে ইবি উপাচার্যকে তরুণীর মেসেজ

ইবি প্রতিনিধি
  ২৭ মার্চ ২০২৪, ১০:১১
-ফাইল ছবি

১০ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়ার অনুরোধ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে মেসেজ পাঠিয়েছে এক তরুণী। মঙ্গলবার উপাচার্যের ব্যক্তিগত মোবাইল নাম্বারে মেসেজ পাঠিয়ে এই অনুরোধ জানান তিনি। এ ঘটনায় উপাচার্যের পক্ষে ইবি থানায় জিডি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসান। জিডি নং-১০২১।

জিডি সূত্রে, মঙ্গলবার বেলা আনুমানিক ১১টায় উপাচার্যের মোবাইল নাম্বারে মিথি নামে এক তরুণী ১০ লাখ টাকার বিনিময়ে একটি চাকুরি প্রদানের অনুরোধ জানিয়ে মেসেজ পাঠিয়েছেন। তরুণী উপাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলতে জোরাজুরি করেন। তবে উপাচার্য কথা বলতে না চাইলে তিনি মোবাইল নাম্বারে মেসেজ পাঠিয়ে চাকরি দেয়ার অনুরোধ করেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, কোনো একটি মহল আমাকে ফাঁসানোর জন্য কাজটি করতে পারে। তাই এই ঘটনার পরপরই থানায় জিডি করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে