শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৪, ১৯:৫১
ইবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১২ টায় হলের প্রভোস্ট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরফিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপ উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজাওয়ানুল ইসলাম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হলের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘আমি নিজে হলে থেকেছি। হলের সমস্যাগুলো আমার ভালোভাবে জানা আছে। তাই শিক্ষার্থীদের সমস্যা দূরীকরন ও হলের সার্বিক পরিবেশ বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাকে যোগ্য মনে করে হলের দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, গত ২৯ মার্চ হলের সাবেক প্রভোস্ট ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ মার্চ থেকে অধ্যাপক ড. শফিকুল ইসলামকে এ পদে নিয়োগ দেন উপাচার্য। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে