বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হায়ার এডুকেশন অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জার্মানির হফ ইউনিভার্সিটি অব এপ্লাইড সায়েন্সেস-এর সাথে সমঝোতা স্বাক্ষর (এমওইউ) আয়োজন অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ এপ্রিল, রোজ শনিবার আয়োজিত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জার্মান মিনিস্ট্রি অব ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ) হতে প্রতিনিধিবৃন্দ।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে বুটেক্সের প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান এবং হফ ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ভ্যালেন্টিন প্ল্যাং
উক্ত অনুষ্ঠানে জার্মান ব্র্যান্ড KiK-এর প্রতিনিধি উপস্থিত থেকে বুটেক্সের জন্য এমএসসি ইন সাসটেইনেবল টেক্সটাইলে দুইটি স্কলারশিপ ঘোষণা করেন।
জার্মান মিনিস্ট্রি অব ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (BMZ), বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সমঝোতা স্বাক্ষর আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে তাঁরা হফ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং মাঞ্চবার্গে অবস্থিত টেক্সটাইল ক্যাম্পাস পরিদর্শন করেন। এছাড়াও বুটেক্স এবং হফ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মাঝে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়।