বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক
  ১৪ মে ২০২৫, ১১:১৭
কর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন সেলেনা গোমেজ
সেলেনা গোমেজ

গত বছরই ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পত্তি অর্জন করে বিলিয়নিয়ারের স্বীকৃতি পেয়েছেন সেলেনা গোমেজ।

তিনি বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন।

1

এত অর্থের মালিক হয়েও নিজের প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বকেয়া রাখায় অনেকে তাঁর সমালোচনা করছেন।

ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য ২০২১ সালে মা ম্যান্ডি টিফির সঙ্গে মিলে ওয়ান্ডারমাইন্ড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন সেলেনা। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মাথায় আর্থিক সংকটে পড়ে ওয়ান্ডারমাইন্ড। এখানে যেসব কর্মী কাজ করেন, তাঁদের কয়েক মাসের বেতন বাকি পড়েছে। ইতিমধ্যে কমিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা সুবিধা। ব্যাংক থেকে ঋণ নিয়ে এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। ওয়ান্ডারমাইন্ডের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডররাও পাওনা টাকার অপেক্ষায় আছেন।

ফোর্বস জানিয়েছে, সেলেনা গোমেজ নাকি তার কর্মীদের বলেছেন, তাদের বেতন দেওয়ার জন্য বাড়ি বন্ধক রেখে ঋণ করেছেন তিনি! যদিও সেলেনার এ দাবি মিথ্যা বলে জানিয়েছেন ওয়ান্ডারমাইন্ডের এক কর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে