শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক অধ্যাপক নুরুল

জাবি প্রতিনিধি
  ২২ এপ্রিল ২০২৪, ২০:৫৭
জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক অধ্যাপক নুরুল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে সংগঠনটির আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছালেহ আহমেদ খান ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। যুগ্ম-সম্পাদক পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন।

এছাড়া অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তমালিকা সুলতানা, কোষাধ্যক্ষ অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব, প্রচার সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান খান।

এছাড়া অনুষদ প্রতিনিধি হিসেবে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ এনামউল্যা, জীববিজ্ঞান অনুষদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মাসুম শাহরিয়ার, কলা ও মানবিকী অনুষদে দর্শন বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর এলাহী এবং সমাজবিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এছাড়াও ইনস্টিটিউট প্রতিনিধি হিসেবে আইবিএ-জেইউ এ অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম এবং আইআইটি তে অধ্যাপক ড. জেসমিন আকতার দায়িত্ব পালন করবেন।

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন অধ্যাপক ড. মোঃ সোহেল রানা, অধ্যাপক ড. মোহাঃ তালিম হোসেন, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন, অধ্যাপক ড. ফারুক আহমেদ, অধ্যাপক ড. মোঃ আবদুর রব, অধ্যাপক ড. মোঃ শরিফ উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মাদ মামুন হোসেন, অধ্যাপক ড. এ. এন. এম. ফখরুদ্দিন, অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা, অধ্যাপক ড. আবেদা সুলতানা, অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম খলিল, অধ্যাপক ড. গাজী মোশারফ হোসেন, অধ্যাপক ড. নাহিদ আখতার, অধ্যাপক ড. আবু ফয়েজ মোঃ আসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম, অধ্যাপক ড. আবু সাঈদ মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, অধ্যাপক মোঃ ফজলুল করিম পাটোয়ারী, অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক ড. তাসমিনা রহমান, অধ্যাপক ড. শামছুন নাহার, অধ্যাপক ড. আবদুর রাশিদ, অধ্যাপক ড. মোঃ সালেকুল ইসলাম, অধ্যাপক মোঃ আব্দুর রহমান, অধ্যাপক চৌধুরী গোলাম কিবরিয়া, অধ্যাপক ড. তাসলিমা নাহার, ড. সোমা মুমতাজ, মোহাম্মদ সালাহউদ্দীন ভূইয়া, কামরুন নেছা খন্দকার, ড. মোহাম্মদ রায়হান শরীফ, মোঃ নূরুল হক, এস. এম. মাহমুদুল হাসান ও মোঃ আল-আমিন খান।

উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান। এছাড়াও উপদেষ্টা হিসেবে আরও আছেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুব কবির, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজমুল আলম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহাদাত হোসেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে