বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সনাতনী শিক্ষার্থীদের কর্মচক্রের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ এর ২০২৪-২০২৫ কার্যকালের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের অনুমোদন ক্রমে শুক্রবার (১০ মে) সাপ্তাহিক কর্মচক্র ও গীতাপাঠের পর অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ধর্মচক্রের স্থানে এ কমিটি গঠন করা হয়।
১০ সদস্যদের আংশিক এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী শয়ন কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী দেবাশীষ রায় সাগর।
কমিটির অন্যান্য সদস্যা হলেন জয় কুমার, ঐশ্বর্য, আদিত্য, রবীন্দ্র, কমল,মানিক,শ্রাবণ এবং নয়ন।
এ সময় সংগঠনটির সদ্য সাবেক সভাপতি পাপ্পু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ধনঞ্জয় কুমার টগর, লিমন শর্মা,সাবেক সাধারণ সম্পাদক সাগর। এ সময় অর্ধশতাধিক বিদ্যার্থী উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম