শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বহিরাগতদের নিয়ে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ১৪:১৬
আপডেট  : ১৫ মে ২০২৫, ১৪:৩৫
ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বহিরাগতদের নিয়ে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ভিসির বাসভবনের সামনে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ : ছবি যাযাদি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার এবং ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ মে ) সকাল থেকেই ঢাবি ভিসির বাসভবনের সামনে বৃষ্টিতে ভিজে ভিজে এ কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

1

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এখনো খুনি হাসিনার দোসররা অবস্থান করছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম, আপনারা ব্যবস্থা গ্ৰহণ করেন। কিন্তু তারা করেনি‌। তার‌ই ফল, আমার ভাই সাম্য হত্যা।’

তিনি বলেন, ‘যারা বিগত ৯ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ক্যাম্পাস করতে পারেননি, তাদের পদত্যাগ দাবি করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘আমরা দেখেছি, আমাদের ছোট ভাই সাম্যকে কীভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা করা হয়, তা আমাদের প্রশ্ন।’

তিনি বলেন, ‘আমরা ভিসিকে কয়েকবার ক্যাম্পাস নিরাপদ করার জন্য স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ দেখতে পাইনি‌। ক্যাম্পাসে ৫ আগস্টের আগের কয়েক বছরে একটিও খুনের ঘটনা ঘটেনি। কিন্তু ৯ মাসে কীভাবে দুটি হত্যা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হ‌ওয়া প্রক্টরকে আজকের মধ্যে ওই পদে তাকে আর দেখতে চাই না। সেই সঙ্গে ভিসির পদত্যাগও দাবি করছি‌।’

পূর্ব ঘোষণা অনুযায়ী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন নেতা-কর্মীরা। বিক্ষোভ-সমাবেশে ঢাবির বিভিন্ন হল ও ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পোসে আয়োজিত এই বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাড়াও তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, নিউমার্কেট থানা ছাত্রদল, মহানগর ছাত্রদলসহ বহিরাগতরা যোগ দিয়েছেন।

এ নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে