শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তালগাছ বিপন্নের অপরাধে ২০টি চারা তালগাছ রোপনের নির্দেশ ইউএনও’র

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ১৫ মে ২০২৫, ২০:৪৫
তালগাছ বিপন্নের অপরাধে ২০টি চারা তালগাছ রোপনের নির্দেশ ইউএনও’র
ছবি : যায়যায়দিন

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক সড়কের দুইটি তালগাছ বিপন্নের অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের জেল জরিমানা না করে বিশটি তাল গাছের চারা রোপনের নির্দেশনা দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন।

কিছুদিন আগে একটি ছোট তালগাছ মাটি চাঁপাদেয়া ও অপর তালগাছ কাটার চেষ্টার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং বিভিন্ন ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ই মে) দুপুরে উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউএনও।

1

এসময় সরেজমিনে পরিদর্শনে সত্যতা নিশ্চিত হওয়ায়, স্থানীয় উজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ এবং স্থানীয় সচেতন যুবসমাজের উপস্থিতিতে অভিযুক্তদের আর্থিক কোন শাস্তি প্রদান না করে বিশটি চারা তালগাছ রোপনের নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। অভিযুক্ত ব্যক্তি একটি ছোট তালগাছ মাটি চাপা দেয় এবং অপরটির এক তৃতীয়াংশ কেটে ফেলে। পরে প্যানেল চেয়ারম্যান ও যুবসমাজের মাধ্যমে তাল গাছের ২০টি চারা ব্যবস্থা করে দিই। আগামী ২ (দুই) দিনের মধ্যে চারাগুলো রাস্তার পাশে লাগানোর নির্দেশনা প্রদান করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে