মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্বব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীনে কম্পিউটার কাউন্সিলের ইনহ্যান্সিং ডিজিটাল গভর্মেন্ট ইকোনমি ( ইডিজিই) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (১৫ মে ) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের হল রুমে এ পোগ্রামের উদ্ভোধন করা হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী হাসানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন।সম্মানিত অতিথি বক্তব্য রাখেন প্রজেক্ট ডিরেক্টর মো: সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ আর এম সোলাইমান, এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজ,সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ ও সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষবৃন্দ ।
প্রজেক্ট ডিরেক্টর সাখাওয়াত হোসেন , নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে আহ্বান জানান। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল স্কিল অর্জন করে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠে দেশের জন্য কাজ করতে বলেন।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে আইসিটি ডিভিশন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর সহযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে দুই বছর মেয়াদি এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত ৮০ হাজার শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।
এই প্রজেক্টের আওতায় মাভাবিপ্রবিতে গত ৯ই মার্চ প্রথম ধাপে ২৪ টি ব্যাচে ৬০০ শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে।
যাযাদি/ এম