গাজায় চলমান গণহত্যা ও ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ তাজউদ্দীন আহমদ এভিনিউ সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী ছাড়াও অংশগ্রহণ করেন বুটেক্সের শিক্ষকবৃন্দ এবং বুটেক্স ছাত্রলীগের নেতাকর্মী। আন্দোলনকারীরা 'স্টপ ওয়্যার, সেভ প্যালেস্টাইন' শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মহাসড়কে অবস্থান করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে প্রতিবাদ মিছিল বের হয়। যা পকেট গেট সংলগ্ন রাস্তা হয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শেষ হয়।
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ৪৫ তম ব্যাচের নিশান চৌধুরী বলেন, ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের উপর নির্যাতন গণহত্যার পর্যায়ে চলে গেছে অনেক আগেই। ছোট শিশু থেকে বৃদ্ধ কেউ তাদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। তারা সাধারণ মানুষ এবং হাসপাতালের উপরও বোমা-হামলা করছে। যে পশ্চিমা বিশ্ব মানবাধিকারের কথা বলে সে পশ্চিমা বিশ্বই আজ এ গণহত্যাকে সমর্থন করছে এবং আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছে ইসরাইলকে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তনুশ্রী রায় বলেন, ফিলিস্তিনে চলমান শিশু হত্যা বন্ধ হোক এবং আর কোনো তাজা প্রাণ না ঝরুক। এজন্য ফিলিস্তিনকে মুক্ত করতে হবে এবং এ বিষয়ে আমরা সবাই একমত পোষণ করছি।
বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো: শায়েক মুনির মানববন্ধনকারীদের সাথে একাত্নতা পোষণ করে বলেন, আমরা সবাই ফিলিস্তিনের সাথে আছি এবং ফিলিস্তিনের মুক্তি কামনা করছি।
বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু সমাবেশে বলেন, দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরাইলের গণহত্যার শিকার ফইলিস্তিনি মুসলিমরা। পবিত্র ফিলিস্তিনের মাটিতে তাদের রক্ত ঝরছে। ইসরায়েলের দখলদার বাহিনী আল আকসা মসজিদসহ দখল করছে ফিলিস্তিনের বিভিন্ন অংশ। এই বর্বরতার তীব্র নিন্দা করছি ও ফিলিস্তিনের মুক্তি কামনা করছি।
বুটেক্স শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান বলেন, আজ শিক্ষার্থীরা তাদের বিবেকের তাড়নায় এখানে একত্রিত হয়েছে। আমাদের একটাই চাওয়া ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। এজন্য আমরা সবাই বিভিন্ন সমাবেশ আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি। গণহত্যা কখনই ভালো কিছু বয়ে আনেনা। আমরা স্বাধীন ফিলিস্তিন কামনা করছি।
যাযাদি/ এম