দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন আকাশ বলেন, মুক্তিযোদ্ধারা যেহেতু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সুতরাং সরকার থেকে তারা কিছু কিছু সুযোগ সুবিধা পাবে এটাই কাম্য । আর সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যাচাই-বাছাই করেই নিয়েছে। আমরা হাবিপ্রবি ছাত্রলীগ সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা চায় না কোটা আন্দোলনের নাম করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। কোটার বিষয়ে বিজ্ঞ আদালতের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসনিক ভবন ও ডিভিএম গেইট হয়ে ক্যাম্পাস সংলগ্ন বাঁশেরহাট এলাকা প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়। মিছিল শেষে ছাত্রলীগের নেতাকর্মী এবং মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
যাযাদি/ এস