রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত

যাযাদি ডেস্ক
  ২৯ জুলাই ২০২৪, ২২:৩৩
আপডেট  : ২৯ জুলাই ২০২৪, ২৩:৩৫
ইউক্রেন যুদ্ধে পঞ্চম ভারতীয় সৈন্য নিহত
রবি মউন। ছবি : এএফপি

ইউক্রেনে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে আরও এক ভারতীয় সৈন্য মারা গেছেন। তার এক আত্মীয় আজ সোমবার এই খবর জানিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এই পর্যন্ত পাঁচজন ভারতীয় নাগরিকের মৃত্যু নিশ্চিত হয়েছে।

হাজার হাজার বিদেশি সৈন্যের মধ্যে শত শত ভারতীয় রয়েছে বলে মনে করা হয়। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয় সৈন্য নিয়োগ করেছে এবং নয়াদিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন এবং পুতিন ভারতীয় সৈন্য ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন।

নিহত সৈন্যের ভাই অজয় মুঠোফোনে সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ২২ বছর বয়সী রবি মউন একজন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের দ্বারা পরিবহণে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পর জানুয়ারিতে রাশিয়া গিয়েছিলেন। কিন্তু, পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়।

অজয় বলেন, ‘তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসের কাছে গিয়েছিলাম এবং তারা আমাদের জানায়, আমার ভাই মারা গেছে।’

দূতাবাসের পক্ষ থেকে পরিবারকে মুনের দেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা পাঠাতে বলা হয়েছিল।

অজয় বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল, কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে, কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়। তিনি বলেন, ‘তারপর আমরা তার সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম।’

মউনের পরিবার তার মরদেহ ফিরিয়ে আনতে মোদীর কাছে সাহায্যের আবেদন করেছে।

রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের কয়েক হাজার সৈন্য নিহত হয়েছে এবং মস্কো আরও সৈন্যের জন্য বিশ্বব্যাপী সহযোগিতা চেয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছিল, রুশ সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত প্রায় ৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে সরকার এখনও সেদেশের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বছর এ পর্যন্ত আরও চার ভারতীয় সেনা মারা গেছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে