বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজধানীর উত্তরা ও আফতাবনগরে শিক্ষার্থীদের গণমিছিল

যাযাদি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ১৪:৪০
আপডেট  : ০২ আগস্ট ২০২৪, ১৫:৩৮
রাজধানীর উত্তরা ও আফতাবনগরে শিক্ষার্থীদের গণমিছিল
বৃষ্টিতে ভিজেই মিছিল করে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভিজে ঢাকার উত্তরা ও আফতাবনগরে আজ (২ আগস্ট) সকালে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে বৃষ্টিতে ভিজে উত্তরা ৬ নম্বর সেক্টরে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় শিক্ষার্থীদের অনেকেই পরনে স্কুলের ইউনিফর্ম ছিল।

1

এছাড়া সকাল সাড়ে ১১টার পরে আফতাবনগরে মিছিল বের করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজে ভিজে মিছিল নিয়ে রামপুরা ব্রিজ পেরিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে সমাবেশ করেন তারা। মিছিলের অধিকাংশ শিক্ষার্থীর গলায় পরিচয়পত্র ছিল। মিছিলের সামনে ও পেছনে ছিল পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে