মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে ছাত্রজনতা

জাবি প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ১৩:০৪
আপডেট  : ০৪ আগস্ট ২০২৪, ১৩:২২
ছবি-যায়যায়দিন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের গণজোয়ার ঘটেছে। গণমিছিলে পাঁচ হাজার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এ সময় ক্যাম্পাস থেকে বের হয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এ সময় হাজার হাজার সাধারণ মানুষ যোগ দেয়।

সকল শিক্ষার্থী সমবেত কণ্ঠে একসঙ্গে দাড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন

রবিবার (৪ আগস্ট) সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এসময় সাভার -আশুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাবি শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা পোষণ করে গণ মিছিলে যোগদান করেন। এসময় সরকারের পদত্যাগের পক্ষে, "এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়", দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ," "শেখ হাসিনার গদিতে, আগুন জ্বালাও একসাথে ", ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও",ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশে আজ আমার ভাইদের রক্ত ঝরছে। শত শত শিক্ষার্থী শহীদ হয়েছে। এই সরকার এ বিষয়ে কোনো ব্যাবস্থা নেয় নাই। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো যোগ্যতা নেই। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই। তারা আরও দাবি করেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা। এসময় ঢাকামুখী পদযাত্রার ঘোষণাও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত শিক্ষার্থী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান করছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে