বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভিসিসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাবি প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৪, ১৩:১১
ভিসিসহ রাবি প্রশাসনকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি, প্রো-ভিসি, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ প্রশাসক, প্রক্টরিয়াল বডিসহ সকল প্রশাসনিক বডিকে ২৪ ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবি ১৭ সদস্যের সমন্বয়কদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

1

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, দুই উপ-উপাচার্য, সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ কর্মকর্তা, লিগ্যাল সেল, যৌন নিপীড়ন সেল, ডরমেটরি প্রশাসক, অবৈধ সিনেট ও সিন্ডিকেট সদস্যদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের মহান মুক্তির যুদ্ধে রাজাকার ও আল-বদরের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আল্টিমেটাম দিচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যথায় শিক্ষার্থীরা তাদের ফ্যাসিবাদী "আম্মো''র মতো টেনেহিঁচড়ে বের করতে বাধ্য হবে। কোনো অবস্থাতেই পারিবারিক কিংবা ব্যক্তিগত কারণ দেখানো চলবে না।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয় গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী বলেন, গত ১৫ বছর ধরে এই স্বৈরশাসক মানুষদের অধিকার থেকে বঞ্চিত করে রাখছিল।

এই ছাত্রসমাজ যখন এই অধিকার আদায়ে কাজ করে তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসনের সবাই মিলে ছাত্রদের উপর সরকারি গুন্ডা বাহিনি দিয়ে আক্রমন করে। আমরা মনে করি এই যুদ্ধে তারা রাজকারের ভুমিকায় ছিল।

তাই আমরা সমন্বয়ক পরিষদ ও সাধারণ শিক্ষার্থীরা চাই ভিসিসহ সকলেই পদত্যাগ করুক। এবং সেটা আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। ছাত্রদের উপর হামলার জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। কোনো ব্যক্তিগত কারন দেখিয়ে পদত্যাগ করা যাবে না।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে