শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সাতটার মধ্যে শাবির হল ত্যাগ করতে স্থানীয়দের আলটিমেটাম

শাবি প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ১৭:৩৭
সাতটার মধ্যে শাবির হল ত্যাগ করতে স্থানীয়দের আলটিমেটাম
ছবি : যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আবাসিক হলগুলোতে এখনো ছাত্রলীগ আছে এমন অভিযোগ এনে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আলটিমেটাম দিয়েছে স্থানীয় জনগণ।

সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বহিরাগত স্থানীয় লোকজন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে অবস্থান করেন।

1

স্থানীয় লোকজনের দাবি, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দোসরেরা ক্যাম্পাসে বিভিন্ন অপরাজনীতির চেষ্টা চালিয়ে মানুষকে খুন, গুম হত্যার সাথে লিপ্ত ছিল। ছাত্রলীগের একটা চক্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তৎপর চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেন।

এছাড়াও তাদের দাবি ছাত্রলীগের হয়ে যারা সামনের সারিতে কাজ করেছেন তারাও আজ সাধারণ শিক্ষার্থী সেজে আবাসিক হলে আওয়ামী লীগের এজেন্টরা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাই আমাদের দাবি সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে দিতে হবে।

তারা আরো বলেন, হল খালি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আসলে নিয়ম অনুযায়ী প্রশাসন যাদেরকে হলে রাখবে তারাই শুধু হলে অবস্থান করবে। কিন্তু এখন আমরা কোনো ছাত্রলীগের এজেন্টকে হলে দেখতে চাইনা। এ সময় স্থানীয় লোকজনের সাথে সিলেটের কাউন্সিলর ও মেম্বারও উপস্থিত ছিলেন।

এসময় মিছিলে তারা ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে