শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্যার্তদের মাঝে সিকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ

সিকৃবি প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৪, ১৭:৩৮
বন্যার্তদের মাঝে সিকৃবি শিক্ষক-শিক্ষার্থীদের ত্রাণ বিতরণ
ছবি : যায়যায়দিন

দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষক-শিক্ষার্থীরা । এসময় প্রায় দুই শতাধিক পরিবারের জন্য প্যাকেজকৃত খাদ্যসামগ্রী সেনাবাহিনীর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করেন তারা ।

সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর, নবীগঞ্জ , রিচি ইশানকোনা আশ্রয়কেন্দ্র, রিচি হাড়িয়াকোনায় যান। গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক এবং অনলাইনে টাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মসজিদ ও আশেপাশের দোকানগুলো থেকে গণসংযোগ চালিয়ে প্রায় এক লক্ষ টাকা উত্তোলন করেন তারা।

1

শিক্ষার্থীরা জানান, ত্রাণের জন্য তৈরিকৃত ২০০ টি প্যাকেটের প্রতিটি প্যাকেটে ৩ কেজি চাল,১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১/২ কেজি লবণ, ১/২ তেল , ১ পাতা করে নাপা ও ডায়রিয়া ওষুধ, ১/৪ কেজি মুড়ি, মেয়েদের স্যানিটারি প্যাড ছিল।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের শিক্ষার্থী মোঃ আলমগীর মিয়া জানান, "দেশের এই ক্রান্তিলগ্নে ছাত্র হিসেবে আমাদের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো । এর ধারাবাহিকতায় আমরা সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতায় বন্যার্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করি । ত্রাণের জন্য সংগৃহীত অর্থ আমরা আজকে হবিগঞ্জের প্রায় ২০০ টি পরিবারের মধ্যে তুলে দেই । আমরা চাই আপনারা সকলে নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ান ।"

সিকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূঁইয়া জানান, "সারা দেশের সর্বসাধারণের মত আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও মহার্ততার পরিচয় দিয়েছেন। শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে নিজেরা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে থাকার আশস্ত করেছেন। ত্রাণ বিতরণে যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস প্রদান করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি। এছাড়া শিক্ষক সমিতি থেকে এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।"

এসময় সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছফিউল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আল মামুনসহ বিভিন্ন অনুষদের ১০জন শিক্ষার্থী উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে