ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয় আবাসিক হলের প্রভোস্ট পদত্যাগ করেছেন। তবে লালন শাহ হল এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট পদত্যাগ করেননি। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী প্রভোস্টরা হলেন, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হল প্রভোস্ট অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হল প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, লালন শাহ হল আর জিয়াউর রহমান হলের প্রভোস্ট ছাড়া অন্য সবাই পদত্যাগ করেছে শুনেছি। প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি নিজেও পদত্যাগপত্র জমা দিয়েছি।
যাযাদি/ এম