শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবির তিন দফতরে স্থানীয় বখাটেদের ভাঙচুর 

ইবি প্রতিনিধি
  ২৮ আগস্ট ২০২৪, ১১:৩৪
ইবির তিন দফতরে স্থানীয় বখাটেদের ভাঙচুর 
ছবি: যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রেজিস্ট্রার দফতর, অর্থ ও হিসাব বিভাগ এবং প্রধান প্রকৌশলী কার্যালয়ের নেমপ্লেট ভাঙচুর করেছে স্থানীয় ৭/৮ জন বখাটে। মঙ্গলবার দুপুর ৩ টার দিকে মোটরসাইকেলে এসে ভাঙচুর চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, বখাটেদের একটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের রেজিস্ট্রার দফতরের এবং অর্থ ও হিসাব বিভাগের কার্যালয়ে ভাঙচুর করে। পরে সেখান থেকে ৩০০ মিটার দূরে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর চালাই তারা। ভাঙচুরকালে প্রধান প্রকৌশলীকে অফিসে না আসার হুমকি দেন বখাটেরা।

1

এই বিষয়ে প্রধান প্রকৌশলী এ.কে.এম শরীফ উদ্দিন বলেন, ‘আমি অফিসে বসে কাজ করছিলাম হঠাৎ করে কিছু ছেলে চেঁচামেচি শুরু করে। এসময় অফিসে বসে আমি কিছু একটা ভাঙ্গার শব্দ পেলাম। পরে দেখি তারা আমার রুমের নেইম-প্লেটগুলো ভেঙ্গেছে। তারপর চলে যাওয়ার সময় উচ্চ শব্দে আমাকে আগামীকাল থেকে অফিসে না আসার হুমকি দেয়।’

এদিকে এই বিষয়ে জানতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এবং অর্থ ও হিসাব শাখার পরিচালক জাকির হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন নি।

এই বিষয়ে ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, 'বিভিন্ন দফতরে ভাঙচুর স্পষ্ট দুর্বৃত্তায়ন। এসব কাজ বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী করতে পারে না। দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।'

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে