শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিপ্রবিতে ঘাসফুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা প্রদান ও স্মার্ট ক্লাস রুম উদ্বোধন

পবিপ্রবি প্রতিনিধি
  ২৯ আগস্ট ২০২৪, ১৬:১৪
পবিপ্রবিতে ঘাসফুল শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা প্রদান ও স্মার্ট ক্লাস রুম উদ্বোধন
ছবি যাযাদি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঘাসফুলের সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এলজি এম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৪ এর আওতায় এ শিক্ষাদান ও শিক্ষণ উপকরণ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় পবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

1

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাকার্যক্রম নিশ্চিত করতে পবিপ্রবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত "ঘাসফুল বিদ্যালয়" কে শিক্ষা সহায়তা হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ট্রাই ডিজিটালের পর্যবেক্ষণে আট লক্ষ্য টাকার অনুদান প্রদান করা হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার মো: জুলফিকার আলী,বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান,সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া ঘাসফুল বিদ্যালয়ের সভাপতি ফারিহা তাসনীমসহ অন্যান্য শিক্ষক এবং ঘাসফুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অল্পতেই তুষ্ট এবং তাদের যে সন্তুষ্টির যে হাসি দেখে আমি খুবই আবেগাপ্লুত হই”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সুন্দর মন থাকলে সুন্দর পৃথিবী গড়া সম্ভব,স্বল্প পরিসরে হলেও "ঘাসফুল বিদ্যালয়" তাঁর বাস্তব উদাহরণ। এলজি ইলেকট্রনিকসের আজকের এ মহতী উদ্যোগের জন্য আমরা তাদের স্বাগত জানাচ্ছি”

প্রধান অতিথির বক্তব্যে মো: জুলফিকার আলী বলেন, “কোনোরকম বেনিফিট ছাড়া দীর্ঘ বারো বছর ধরে এমন একটা কার্যক্রম পরিচালনা সত্যিই অকল্পনীয়। অনেকে অনেক কিছু শুরু করে কিন্তু এক দুই বছর তা আবার বন্ধ হয়ে যায়।” এসময় তিনি ঘাসফুল বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ সবসময় এমন কার্যক্রমের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে