শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবিতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী, অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১৭
ইবিতে প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে ড. আশ্রাফী, অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত
ছবি : যায়যায়দিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

রোববার বেলা ১১ টায় ডিন'স কমিটির সভায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডিনদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়। তবে তাঁর অনুপস্থিতিতে ডিন'স কমিটির মধ্য হতে পরবর্তী জ্যেষ্ঠ অধ্যাপক উক্ত দায়িত্ব পালন করবেন।

1

এদিকে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগের অনার্স চতুর্থবর্ষ এবং মাষ্টার্সের চূড়ান্ত ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন।

এ বিষয়ে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আশ্রাফী বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠির আলোকে সিনিয়র ডিন হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য না আসা পর্যন্ত জরুরি দায়িত্বগুলো আমি পালন করবো। আর্থিক ও প্রশাসনিক কাজের বাইরে আগামী মঙ্গলবার থেকে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে বিভাগীয় সভাপতিদের চিঠি দেওয়া হবে। শিক্ষার্থীদের রেজাল্টসহ যেসব পেন্ডিং কাজ রয়েছে সেগুলা সমাধান করা হবে। আর মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করবো জারি করা চিঠিতে যেন একাডেমিক শব্দটি জুড়ে দেওয়া হয়। যদি না দেয় তবে আগামী সপ্তাহ থেকে সশরীরে ক্লাস চালুর করার চেষ্টা করবো। দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, অধ্যাপক ড. আশ্রাফী আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। একাধারে তিনি আল-কুরআন বিভাগের সভাপতি, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ধর্মতত্ত্ব অনুষদের ডিন হিসেবে নিযুক্ত আছেন। তার ৪০টি গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে। তিনি সৌদি বাদশাহ আবদুল আজিজের আমন্ত্রণে ওমরাহ পালনের সুযোগও পেয়েছিলেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী ছিলেন।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে