সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্ট পরিচালনার জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এবারের "হাল্ট প্রাইজ সাস্ট'র" মিড়িয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক যায়যায়দিন।
শনিবার (১২ অক্টোবর) হাল্ট প্রাইজ সাস্ট'র" ক্যাম্পাস ডিরেক্টর মো. এহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত কমিটির অ্যাডভাইজার হিসেবে যুক্ত আছেন- ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুল ইসলাম এবং মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদ-অর-রশীদ।
এবারের অন-ক্যাম্পাস ইভেন্টটির শাবির ডিরেক্টর হিসেব দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. এহসান হাবিব।
কমিটিভুক্ত চারটি উইং-এর মধ্যে স্পনসর ম্যানেজমেন্ট উইং-এর হেড হিসেবে আছেন আইপিই বিভাগের শিক্ষার্থী শাফী আব্দুল্লাহ্। তার অধীনে এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন নূর মোহাম্মদ আশিক, তাসনুভা নুজহাত, নিলুফা ইয়াছমিন মিলি, সুমাইয়া আলম, নুসরাত জাহান, রামিসা বিনতে রকিব, তানজিল আহমেদ, মেহেদী হাসান সৌরভ, আব্দুল মান্নান, আনিকা তাহসিন রাইসা, তাহমিদা ফাতেমা চৌধুরী নিভিতা, মুহাম্মদ আসাদুজ্জামান তারেক, মো: তাসনিমুল হক, আল শাহরিয়ার আহমেদ নিবির এবং সেশনের সিদরাতুল জান্নাহ্।
অর্গানাইজেশনাল অ্যাফেয়ার্স এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট উইং-এর হেড হিসেবে দায়িত্ব পেয়েছেন এফইটি বিভাগের তৃতীয় বর্ষের শিবলী সাদিক সজীব। এই উইংয়ের বাকি সদস্যরা হলেন অবন্তিকা দে, সাদিয়া আনজুম, অনিন্দিতা ঘোষ, রেহনুমা নাহরীন মীম, ফাইয়াজ আল মুহাইমিন, আরিফুল ইসলাম, মো. নাঈম হাসান শৈশব, সাবেরা মাহমুদা তাসফিয়া, ফাহিম আহমেদ চৌধুরী, তামিমা জান্নাত তাম্মি, সৈয়দ মুহিনুর রহমান, সিফাতুল কাফিয়া, মাহফুজা নাওয়ার, জান্নাতুল ফেরদাওসী সোনালী, লুৎফে হোমায়রা ইসলাম, শামীম আহমদ সিমন, মো: ফাহাদ সরকার, সাবরিনা ফেরদৌস উপমা, আবু হুরাইরা রাতিন, নাজমুল হাসান আহাদ, এবং ফাইরুজ ইয়াসমিন।
কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড মার্কেটিং উইং এর হেড হিসেবে নিযুক্ত হয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের দেলোয়ার সাকিব। এই উইংয়ের এর আওতাধীন অন্য সদস্যবৃন্দ হলেন, সেজু আহমেদ হাসান, মারিয়া কিপতিয়া, সাওদা বেগম, ফারিয়া খান নাজা, তনুশ্রী চৌধুরী, শিপরা রানী নাথ, অনন্যা চৌধুরী, আব্দুল আহাদ, অর্পা ঘোষ, মুনতাহা মনির, অনিন্দিতা তালুকদার, নেহা সরকার, নাদিরুজ্জামান নাইফ, দেওয়ান জারিফ দিয়ান চৌধুরী, এবং মোজাম্মেল হোসাইন শিকদার।
সর্বশেষ গ্রাফিক্স এন্ড আইটি ম্যানেজমেন্ট উইং-এর হেড হিসেবে আছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স এর মুস্তাফিজুর রহমান। বাকি সদস্যরা হলেন মোসাররাত মোর্শেদ মাঈশা, কাজী ফরাস হোসেন, সুরাইয়া শারমীন স্মৃতী, সাদিকুল ইসলাম নয়ন, সৈকত সাহা, ইব্রাহিম হোসেন মুন্না, মো. ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী সুমন, তৌহিদুল ইসলাম নাঈম, এবং মাফরুহা আলম মুন।
যাযাদি/ এসএম