রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ধর্ষণের অভিযোগে ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২৪, ১২:২২
ধর্ষণের অভিযোগে ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি
গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ সিদ্ধান্ত অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

ইমরান হোসেন শিশির গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী এলাকার আব্দুর রশিদের ছেলে। বিয়ের প্রলোভনে এক প্রবাসীর মেয়েকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করে আসছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে