ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ - ০৪৫৯।
শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ফুলকুঁড়ি আসর পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
কাল শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের 'সুবর্ণজয়ন্তী উৎসব'।
দিনব্যাপী এ আয়োজন সকাল ৯ঃ০০ ঘটিকায় শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে রাত ৮ঃ০০ ঘটিকায় শেষ হবে। আয়োজনে উদ্বোধনী সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ।
উদ্বোধনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। সমাপনী সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক মিজ তানিয়া খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দিন, আইএইচআরডিএনএস এর চেয়ারম্যান কাইয়্যুম রেজা চৌধুরী, কৃষিবিদ গ্রæপের ব্যাবস্থাপনা পরিচালক ড. আলি আফজাল এবং বিশিষ্ট লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ।
যাযাদি/ এস