বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ পেলেন ১০০ জন কৃষক

বাকৃবি প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ১৮:০২
উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ পেলেন ১০০ জন কৃষক
ছবি : যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০০ জন কৃষকদের মাঝে বিশ^বিদ্যালয়ের উদ্ভাবিত উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ^বিদ্যালয়ের জেনেটিক্স এন্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের মাঠ গবেষণাগারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

1

বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাকৃবির গবেষণা কৃষকদের সমস্যা সমাধানে নিবেদিতভাবে কাজ করছে। কম খরচে বেশি পুষ্টি ও লাভ নিশ্চিত করার লক্ষ্যে বাকৃবি গবেষক উচ্চ ফলনশীল বাউ মিষ্টি আলু-৫ জাত উদ্ভাবন করেছেন। এই জাতের মিষ্টি আলু কৃষকের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং আর্থিক উন্নতির পথ সুগম করবে।

তিনি আরও বলেন, কৃষি বিষয়ক যেকোনো গবেষণায় কৃষকের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের মাধ্যমেই গবেষণা মূল্যায়িত হয়। কারণ আমাদের গবেষণা প্রধানত কৃষকদের জন্যে। আজ বাউ মিষ্টি আলু-৫ এর চারা বিতরণের মাধ্যমে কৃষকরা এই গবেষণায় সম্পৃক্ত হয়েছেন। স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিমের পাশাপাশি মিষ্টি আলু বিতরণ করা উচিত, যা পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, কৃষক ও খামারীদের উপকৃত করবে এমন গবেষণার সংখ্যা বাড়ানো দরকার, যাতে দেশের কৃষক ও জাতি আর্থিকভাবে লাভবান হয়

কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান,বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) কান্ট্রি প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. দেবাশীষ চন্দ এবং প্রধান গবেষক ও কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম আরিফ হাসান খান রবিনসহ শতাধিক কৃষকবৃন্দ।

প্রধান গবেষক ড. এ.বি.এম আরিফ হাসান খান রবিন বলেন, আজকের এই আয়োজনের মাধ্যমে ১০০ জন কৃষককে ১০০টি করে মিষ্টি আলুর চারা দেওয়া হয়েছে, যা ১ শতক জমির জন্য পর্যাপ্ত। আমাদের লক্ষ্য কৃষকদের মধ্যে এই উন্নত জাতটি দ্রুত ছড়িয়ে দেওয়া।

বাউ মিষ্টি আলু-৫ এর চারা পাওয়ার পর কৃষক আব্দুল করিম তার অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, আমি দীর্ঘদিন ধরে আলু চাষ করছি। তবে বিশ্ববিদ্যালয় থেকে এই উন্নত জাতের বাউ মিষ্টি আলু-৫ এর চারা পেয়ে খুবই খুশি। এর পুষ্টিগুণ ও কম খরচে উৎপাদন করা আমাদের জন্য উপকারী হবে।

উল্লেখ্য, বাউ মিষ্টিআলু-৫ একটি উচ্চ ফলনশীল জাত এবং এটি সারাদেশে চাষযোগ্য। বাউ মিষ্টিআলু-৫ স্বল্প জীবনকালীন, ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায়।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে