বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আবর্জনা মুক্ত হচ্ছে পবিপ্রবির সৃজনী ব্রিজ সংলগ্ন পীরতলা খাল

পবিপ্রবি প্রতিনিধি
  ১৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৯
আবর্জনা মুক্ত হচ্ছে পবিপ্রবির সৃজনী ব্রিজ সংলগ্ন পীরতলা খাল
ছবি যাযাদি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ঐতিহ্যবাহী গাবতলী, ভায়া পীরতলা, ভারানি খাল দীর্ঘদিন ময়লা আবর্জনা ফেলায় ময়লার স্তুপে পরিণত হয়। পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও দুমকি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিপ্রবির সৃজনী ব্রিজ সংলগ্ন পীরতলা খালের ময়লা অপসারণের কাজ শুরু হয়।

শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় উক্ত কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

1

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিন মাহমুদ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,দুমকি উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পীরতলা বাজারের দোকানদার এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আজ ময়লা অপসারণের কাজ শুরু হলো, আশা করি শেষ হলে এলাকার জনসাধারণ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বিদ্যালয়গামী শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কৃষক,জেলেরাও উপকৃত হবে। বহু বছর পর্যন্ত ময়লা অপসারণ না করার ফলে পচা দুর্গন্ধের সৃষ্টি হয় এবং রোগজীবাণু ছড়িয়ে পড়ে। ফলে পথচারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতো এখন ময়লা অপসারিত হলে আর আক্রান্ত হবে না।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে