বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

শাবিতে ৭টি ভাষা শিক্ষা প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু

শাবি প্রতিনিধি
  ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৪
শাবিতে ৭টি ভাষা শিক্ষা প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু
ছবি: যায়যায়দিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট ( আইএমএল)-এ জানুয়ারি-জুন শিক্ষাবর্ষ ২০২৫-এ সাতটি ভাষা শিক্ষা প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহীরা আরবি, ইংরেজি, কোরিয়ান, চায়নিজ, ফরাসি, জার্মান ও জাপানিজ এই সাতটি ভাষা প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

গত শুক্রবার (২২ নভেম্বর) আইএমএলের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। আগ্রহীরা ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।

1

আইএমএলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ৫০০ টাকা জমা প্রদান করে ফরম নিতে হবে। সার্টিফিকেট প্রোগ্রাম: ছয় মাস (১ সেমিস্টার) ও ডিপ্লোমা প্রোগ্রাম: এক বছর (২ সেমিস্টার)।

সংযুক্তি: দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

ভর্তি পরীক্ষার তারিখ: ৬ ডিসেম্বর ২০২৪

ফলাফল প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪

ভর্তি ও অন্যান্য ফি জমা: ১০ ডিসেম্বর ২০২৪ থেকে ৯ জানুয়ারি ২০২৫

ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ: ১৭ জানুয়ারি ২০২৫।

শাবির বর্তমান শিক্ষার্থী, স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী: ৪ হাজার ৯০০ টাকা, সাধারণ শিক্ষার্থী (প্রতি সিমেস্টার): ৯ হাজার ৯০০ টাকা প্রোগ্রাম ফি নির্ধারণ করা হয়েছে।

তবে ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির জন্য ওপরের বর্ণিত যেকোনো ভাষায় সার্টিফিকেট প্রোগ্রাম বা সমমান প্রোগ্রাম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ভাষায় সরাসরি ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন।

উল্লেখ্য, শাবির শিক্ষার্থীরা সরাসরি ইংরেজি ভাষায় ডিপ্লোমা প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর অর্থাৎ ফাজিল/কামিল/আল কোরান/আল হাদিস/ইসলামিক স্টাডিজ/আরবি সাহিত্য বিষয়ে ডিগ্রিধারীরা ভর্তি হতে পারবেন।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে