বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবিতে ৫ সদস্যদের তদন্ত কমিটি

পবিপ্রবি প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ২০:৩০
র‍্যাগিংয়ের ঘটনায় পবিপ্রবিতে ৫ সদস্যদের তদন্ত কমিটি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড.আসাদুল হককে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রফেসর ড.মাসুদুর রহমান, প্রফেসর ড.শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন ও মো.আব্দুর রহিম।

1
প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড.আসাদুল হক জানান, ইতিমধ্যেই কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে চেষ্টা করবেন তারা।

এ দিকে র‌্যাগিংয়ের ঘটনায় প্রাথমিকভাবে ৭ শিক্ষার্থীকে হল থেকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদের জুনায়েদ হোসাইন, তানভির ইসলাম সিয়াম ও প্রিতম কারণ; আইন ও ভূমি প্রশাসন অনুষদের শাওন, সুপেল চাকমা, গোলাম রাব্বি এবং কৃষি অনুষদের জিহাদ হোসাইন।

এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করে পবিপ্রবি'র রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ যুগান্তরকে বলেন, প্রাথমিকভাবে ৭ জনকে চিহ্নিত করে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে অবস্থিত ২৫ জন শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হন। এতে ৫ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে