ফিলিস্তিনি শহীদদেরকে নিজের পাওয়া ডীনস্ অ্যাওয়ার্ড-২০২২ উৎসর্গ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী যোবায়ের আলম।
গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে কলা অনুষদের ডীনস্ অ্যাওয়ার্ড-২০২২ এর পুরস্কার অনুষ্ঠানে এ উৎসর্গ করার কথা বলেন তিনি।
ডীনস্ অ্যাওয়ার্ড এর পুরস্কার বিতরণীর পর নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "আমরা বাংলাদেশে নিরাপদে, নির্বিঘ্নে, কোনো প্রকার চিন্তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করতে পারছি। কিন্তুু ফিলিস্তিনের আমার ভাই-বোনেরা সবসময় আতংকে থাকে কখন জানি নিজের বিশ্ববিদ্যালয়ের আক্রমণ না হয়। ইসরাইলী হানাদর বাহিনী হামলা থেকে শুধু বিদ্যালয়গুলো নয় কোনো চিকিৎসা কেন্দ্র এমনকি কোনো আশ্রয়কেন্দ্রেও নিরাপদে নেই।"
ফিলিস্তিনের এ মর্মান্তিক ইতিহাস তুলে ধরতে ভবিষ্যতে বই লেখার আগ্রহ প্রকাশ করেন তিনি আরো বলেন, "আমার বোদ্ধশক্তি হওয়ার পর থেকে ফিলিস্তিনের উপর নির্বাচন দেখছি। মুসলমান অন্য মুসলমানের ভাই। একজন মুসলমানদের উচিত বিপদে অন্য মুসলমানের পাশে দাড়ানো। তাই আমার এ পুরস্কারটা ফিলিস্তিনের শহীদ ভাইদের উৎসর্গ করলাম।"
এসময় যোবায়ের আরো বলেন, "আমার জীবনদশায় যদি ফিলিস্তিন স্বাধীন হয় তাহলে সেটা উৎযাপন করার জন্য স্বাধীন ফিলিস্তিনে একবার হলেও ঘুরতে যাবো এবং বায়তুল মাকদাসে ২ রাকাত নামাজ আদায় করবো।"
ভবিষ্যতে শিক্ষকতা পেশায় যেতে চান জানিয়ে তিনি বলেন, কিছু স্টুডেন্ট তৈরি করবো যারা অন্যায়কে অন্যায় আর সত্যকে সত্য বলবে আর যাদের মনোভাব হবে শহীদ হওয়া।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১২টি বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে কৃতিত্বপূর্ণ বিশেষ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ ১৩ জন শিক্ষার্থীকে ডীনস্ অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়।
যাযাদি/এসএস