বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা 

যাযাদি ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৮
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের মিলনমেলা 
ছবি : যায়যায়দিন

রাজধানীতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত আটটায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হোন সাবেক এবং বর্তমান সদস্যরা।

1

এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাবেক সদস্যরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি করতে ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে এই ভূমিকাতে আরো জোরদার করতে হবে।একইসঙ্গে সংগঠনের মধ্যেও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে।

স্টামফোর্ড সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার লিড মোজো আকরাম হোসেন, সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী রায়হান খান আকাশ, সাবেক সহ-সভাপতি ও এখন টিভির রিপোর্টার এসকে শাওন, চ্যানেল টোয়ান্টিফোরের মাজহারুল ইসলাম তামিম, এনটিভির মেসবাহ হাসান, নিউজ টোয়েন্টিফোরের মরিয়ম আজিজ মৌরিন। এছাড়াও সাংবাদিক ফোরামের বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে