বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

হাবিপ্রবি প্রতিনিধি
  ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৭
হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় মাঠ-০১ এ উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসান।

1

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শামসুজ্জোহাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে বলেন, ভলিবল বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় খেলা ‌।

শীতকাল আসলেই সর্বত্র এই খেলা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য গঠনের পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যাযাদি / এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে