বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণ করল মেরিটাইম ইউনিভার্সিটি

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৯
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:১১
জুলাই গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণ করল মেরিটাইম ইউনিভার্সিটি
ছবি: যায়যায়দিন

জুলাই-আগস্টে শহীদ এবং আহতদের স্মরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে এক স্মরণ সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক হাসিবুল ইসলাম মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বীরত্বগাথা এবং আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এসময় তিনি জুলাই বিপ্লবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কথা বলেন।আগামীর সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

1

এছাড়া শিক্ষার্থীদের মধ্যে থেকে নুর মোহাম্মদ শুভ বলেন,আমরা ১৯৭১ সালে যুদ্ধ দেখিনি তবে ২৪ এর গণঅভ্যুত্থান দেখেছি।আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের সব জায়গায় ছাত্র জনতা থেকে শুরু করে সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।তিনি আরো বলেন এদেশের মানুষ আর বুলেটের গুলি ভয় পায় না,তারা জীবন দিতে শিখেছে।এসময় তিনি মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী ফয়েজের আয়নাঘর কিংবা জুলাইয়ে বিপ্লবে পায়ে গুলিবিদ্ধ সিফাতকে স্মরণ করে বলেন তারা আমাদের শিখিয়েছে মাতৃভূমি অথবা মৃত্যু কে হাসিমুখে বরণ করে নিতে।

এসময় জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম সিফাত তার সাথে ঘটে যাওয়া অমানবিক নিষ্ঠুরতার কাহিনী বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।তিনি উল্লেখ করেন কিভাবে ফ্যাসিবাদ শেখ হাসিনা এদেশের মানুষের উপর স্থল, আকাশপথে হামলা করেছে।কিভাবে এদেশের শিক্ষার্থী থেকে শুরু করে ছোটো শিশুকে গুলিবিদ্ধ করে শহীদ করে দেওয়া হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু আন্দোনকে নতুন মোড় দেয় উল্লেখ করে তিনি বলেন,শহীদ আবু সাইদ কিংবা মীর মুগ্ধ এদেশের মানুষের জন্য যে নতুন দ্বার উন্মোচিত করেছে তা আমরা ধরে রাখতে পারিনি।তা না হলে কেন এখনো উন্নত চিকিৎসার জন্য এখনো আমাদের ভাইদের হাসপাতালে কাতরাতে হচ্ছে।

পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের স্মরণসভার ব্যানারে শহীদের বা আহতদের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং কেন আহত শিক্ষার্থীদের স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়নি তা জানতে চান।

এরপর বিশ্ববিদ্যালয়টির কালচারাল ক্লাবের সৌজন্যে জুলাই বিপ্লব এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের নিয়ে এক মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।এসময় তারা জুলাই বিপ্লবে শহীদদের স্মরণ করেন এবং ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন নির্যাতন নাটকের মাধ্যমে তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল ইসলাম চৌধুরী আবেগপ্রবণ হয়ে মঞ্চ নাটকটির ভুয়সী প্রশংসা করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন।এসময় তিনি জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তাকে ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি আহবান জানান। সবশেষে তিনি আহত শিক্ষার্থীদের স্মরণসভায় আমন্ত্রণ না জানানোয় দুঃখ প্রকাশ করে বলেন,পরবর্তীতে বিষয়টির দিকে লক্ষ্য রাখা হবে।

উল্লেখ্যে,জুলাই-আগস্টের বিপ্লবে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সক্রিয় অংশগ্রহণ করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিক্ষার্থী আহত হয়।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে