বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জাবিতে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৪
জাবিতে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা
ছবি : যায়যায়দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল প্রজাপতি মেলা-২০২৪। 'উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি'-এ স্লোগানকে সামনে রেখে সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে এ মেলা।

এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য বন ও প্রকৃতি বিষয়ক সংগঠন 'প্লানটেশন ফর নেচার' এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাব্বির আহমেদকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৪, মো. সজিবুর রহমানকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

1

মেলার আহ্বায়ক ড. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই মেসেজ টা সকলের কাছে পৌঁছে দিতে চাই। প্রজাপতি মেলার উদ্দেশ্য হলো গণসচেতনতা বৃদ্ধি ও প্রজাপতি নিয়ে গবেষণা করা।

তিনি আরও বলেন, মেলায় শিশুকিশোররা এসে আনন্দ উপভোগ করেন। একই সাথে তাদের মানসিক বিকাশেও এটি ভুমিকা পালন করে। একইসাথে এবার যে মানুষটিকে প্রজাপতি এওয়ার্ড দেওয়া হয়েছে তিনি পাহাড়ে পাহাড়ে বৃক্ষরোপণে ভুমিকা রেখেছেন।'

এর আগে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান মেলার উদ্বোধনী ঘোষণা করেন। তিনি বলেন, আজকের এই মেলার মাধ্যমে প্রজাপতিকে রক্ষাই হোক অঙ্গীকার এবং এর মাধ্যমে ক্যাম্পাসের ইকো সিস্টেমে পরিবর্তন আসবে এবং জাহাঙ্গীরনগরের মর্যাদা বৃদ্ধি করে এমন কার্যক্রম সব সময়ই প্রশংসনীয়।'

তিনি আরও বলেন, শুভ উদ্বোধন ঘোষণা করার পূর্বে এটাই বলতে চাই যারা পুরস্কার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং শুভ চাকমা যিনি একই সাথে একজন প্রকৃতিপ্রেমিক। দুজনের কাছ থেকে প্রজাপতির মত আরও শিক্ষা পাওয়ার আশায় এবং তা যথাযথ পালন করবার ব্যক্তিগতভাবে অঙ্গীকার ব্যক্ত করে উদ্বোধন ঘোষণা করছি।'

সাভার থেকে ঘুরতে আসা সিরাজুল ইসলাম বলেন, আমি ফ্যামিলি সহ এখানে এসেছি। এটা খুবই চমৎকার একটি আয়োজন। শিশুরাও এখানে এসে খুবই উৎফুল্ল।' ভিন্নধর্মী এ আয়োজন করার জন্য মেলার কতৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

দিনব্যাপী এ মেলায় ছিল প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু- কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতাসহ নানা আয়োজন। তাছাড়া মিলনায়তনের সামনের চত্বরে পাপেট শো সহ শিশুদের জন্যও ছিল নানা আয়োজন ।

উল্লেখ্য, এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে 'কিউট'। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ও অরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।

যাযাদি/ এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে