বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৯০ জন শিক্ষার্থী

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
  ১১ ডিসেম্বর ২০২৪, ২০:১০
আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:১৪
মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বে ৯০ জন শিক্ষার্থী
ছবি: যায়যায়দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের ভর্তি পরিক্ষার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়।

1

এর আগে ১০ নভেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে গত ৭ই ডিসেম্বর শেষ হয়।এবার চারটি অনুষদের অধিনে পাঁচটি বিভাগে ২০০টি সিটের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।

তালিকায় দেখা যায় বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসিতে ৩ হাজার ৩৮ জন, শিপিং অ্যাডমিনিস্ট্রেশনে ২ হাজার ৭৫৯ জন, আর্থ অ্যান্ড ওশান সায়েন্সে ৫ হাজার ৯৭৪ জন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ৬ হাজার ১৮ জন ভর্তিচ্ছু রয়েছে।সে হিসেবে মোট আবেদন পড়েছে ১৭ হাজার ৭৮৯ জন।আর প্রতি আসন সংখ্যার বিপরীতে লড়বে ৯০ জন ভর্তিচ্ছু।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় শুধু ভর্তি সংক্রান্ত নীতিমালার বাইরের প্রার্থীদের আবেদন বাদ দেওয়া হয়েছে।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর পাঁচ বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী) অনুষ্ঠিত হতে যাওয়া এ ভর্তি পরিক্ষায় নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ১৫-১৯ ডিসেম্বর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আগামী এপ্রিল মাস থেকে শ্রেণি পাঠদান শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

যোগ্য প্রার্থীদের তালিকা দেখতে ভিজিট করুন : https://sites.google.com/bsmrmu.edu.bd/bsmrmu-ug-ad-24-25/ এই লিংকে।

যাযাদি/এআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে