শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ড. কালাম সরকারসহ ঢাবি সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন

ঢাবি প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৬
ড. কালাম সরকারসহ ঢাবি সাদা দলের আহ্বায়ক কমিটি গঠন
ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক হয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম ও ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

সোমবার (৩০ ডিসেম্বর) কলা অনুষদ শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সাদা দলের এক সাধারণ সভায় কেন্দ্রীয় আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়ক নির্বাচন করা হয়।

এর আগে সাদা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ১২টি ইউনিট থেকে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিট কমিটিগুলোকে লিখিতভাবে বলা হয়। ইউনিট কমিটিগুলো নির্ধারিত ৫ ডিসেম্বরের মধ্যে স্ব স্ব ইউনিটের সাধারণসভা করে একজন আহ্বায়ক ও দুইজন যুগ্ম আহ্বায়কের নাম প্রস্তাব করে। ইউনিটগুলো থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ সাদা দল কেন্দ্রীয় কমিটির ২২ ডিসেম্বরের সভায় উপস্থাপন করা হয়। যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বলেন, যথাযথ ও নিয়মতান্ত্রিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করে সামনের দিকে এগিয়ে যাবো।

আমাদের ১২টি ইউনিটের মধ্যে ৮টি ইউনিট থেকে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নাম আহ্বায়ক হিসেবে প্রস্তাব করা হয়। অন্যদিকে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদারের নাম ৪টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়। যুগ্ম আহ্বায়ক (দক্ষিণ) হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামের নাম ৭টি ইউনিট থেকে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী-এর নাম ৪টি ইউনিট থেকে এবং ফলিত রসায়ন ও কেমি-কৌশল বিভাগের অধ্যাপক ড. এ এফ এম মুস্তাফিজুর রহমানের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক (উত্তর) হিসেবে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আমার নাম ৭টি ইউনিট থেকে, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্ উল ইসলামের নাম ৪টি ইউনিট থেকে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মুহা. রুহুল আমীনের নাম ১টি ইউনিট থেকে প্রস্তাব করা হয়।

সাদা দলের কেন্দ্রীয় কমিটির সভা সংখ্যাগরিষ্ঠ ইউনিটের সমর্থন প্রাপ্ত হিসেবে নিম্নোক্তদের ২০২৫ ও ২০২৬ সালের জন্য আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনয়ন চূড়ান্ত করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে