বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ১০টি টিমকে পিছনে ফেলে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি বিভাগের টিম "ওশানিক ড্রিমস"।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভিসি রিয়ার এডমিরাল আশরাফুল ইসলাম চৌধুরী। এছাড়া বিচারক প্যানেলে যুক্ত ছিলেন এয়ার কার্গো এন্ড বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার মিন্টু রঞ্জন দাস, ওয়ার্ড প্রেস পলিগ্রোথের টিম রিপ্রেজেনটেটিভ আহমেদ কবির চয়ন এবং স্টার্টআপ ইকোসিস্টেম এর এওয়ার্ড উইনার রাকিব শাহরিয়ার রিমেন।
১৩ ই জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হওয়া এ ফাইনালে প্রত্যেকটি টিম তাদের নতুন নতুন আইডিয়া উপস্থাপন করে।পরবর্তীতে বিচারক প্যানেলের বিচারের পর জয়ী দলকে পুরস্কার তুলেন বিশ্ববিদ্যালটির উপাচার্য।
মেরিটাইম ইউনিভার্সিটি হাল্ট প্রাইজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য আশরাফুল ইসলাম চৌধুরী বলেন,আমাদের অনেক শিক্ষার্থীর অনেক নতুন নতুন জিনিসের প্রতি আগ্রহ ও মেধা আছে।তাদের উচিত এটা সঠিক জায়গায় ব্যবহার করা।
এছাড়াও সাফল্যের পেছনে দলের প্রতিটি সদস্যের অবদান অসামান্য উল্লেখ করে বিজয়ী টিমের লিডার সাব্বির হোসেন বলেন,হাল্ট প্রাইজের ক্যাম্পাস লেভেলে বিজয়ী হওয়ার অনুভূতি আসলেই অসাধারণ। এটি আমাদের পরিশ্রম এবং দলীয় প্রচেষ্টার সার্থকতার প্রতিফলন। এই অর্জন আমাদের শিখিয়েছে যে লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলে যেকোনো কিছু সম্ভব।
এসময় হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর তানভীর হাসান জানান,শিক্ষার্থীদের প্রাণবন্ত এমন বুদ্ধিবৃত্তিক আয়োজন সবাইকে উদ্যেমী করে তোলে।তাই ভবিষ্যতেও এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এর আগে মেরিটাইম ইউনিভার্সিটি হাল্ট প্রাইজের প্রাথমিক পিচিং ধাপে ১৩টি দল অংশগ্রহণ করে।যার মধ্যে ১০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।
যাযাদি/ এসএম