মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান

মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪৬
ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান
ছবি: যায়যায়দিন

বাংলাদেশের ৩৭তম পাবলিক ও মেরিটাইম বিষয়ক একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয় অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠলেও এখনও অনেক বিষয়ে শিক্ষার্থীদের সাথে দুরত্ব রয়ে গেছে।

বর্তমানে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রতি সেমিস্টার বাবদ বিভাগ ভেদে ১২-১৫ হাজার টাকা গুণতে হচ্ছে। যা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ২-৩ গুণ বেশি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বারবার বৈঠক করেও সমাধান না আসায় শিক্ষার্থীরা ‘ লং মার্চ টু ইউজিসি’ ঘোষণা করে।

সে লক্ষ্য তারা আজ মঙ্গলবার সকাল ৯টায় হতে বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। বর্তমানে তারা ইউজিসি ভবনের নিচে তাদের তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের তিন দফা দাবি গুলো হলো,বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করা, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য করে সেমিস্টার ফি কমানো এবং স্থায়ী ক্যাম্পাসে দ্রুত নিয়ে যাওয়া।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে