সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বেরোবিতে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩২
বেরোবিতে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ছবি: যায়যায়দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয় এই পরীক্ষা।

সরেজমিনে দেখা যায়, বেরোবি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রংপুরের আশেপাশে জেলা থেকে আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রের আশপাশে ভিড় জমান।

পরীক্ষার্থীরা জানান, বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ায় তাদের সময় এবং ভ্রমণ খরচ কমেছে। কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনা যথাযথ ছিল। তবে পরীক্ষার্থীদের অভিযোগ একই প্রশ্ন পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, সি ইউনিটে ভর্তি পরীক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক। এখন পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাই সঠিক ভাবে তার দায়িত্ব পালন করেছে। বিশ্ববিদ্যালয় সুনাম অক্ষুন্ন রাখতে সবাই বদ্ধ পরিকর।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে