চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। তাদের কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা বিদেশমুখী হয়েছে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী উপজেলায় হযরত শাহ সুফি কাজী মোহাম্মদ শফিক আহম্মদ স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। অথচ ঘরে ঘরে চাকরী দেওয়ার পরিবর্তে তারা প্রতিটি ঘরে ঘরে মামলা দিয়েছিল। শুধুমাত্র ছাত্রলীগের ক্যাডারদের চাকরী দিয়ে সরকারী প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল। আর এই আওয়ামী দুর্নীতিবাজ চক্র দুর্নীতি ও লুটপাট-তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।
তিনি বলেন, শিক্ষাঙ্গনে নজিরবিহীন দলীয়করণ, নিয়োগবাণিজ্য, অটোপাস, অর্থ কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের মতো অপকর্ম দেশের শিক্ষা ব্যবস্থাকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। আমরা এই দুরাবস্থা কাটিয়ে ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। বিএনপি ক্ষমতায় এলে চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করবে যার মাধ্যমে আমরা ভবিষৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে পারবো। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যেন শিক্ষাঙ্গনে বিগত ফ্যাসিস্ট সরকারের সেই নৈরাজ্য আর ফিরে না আসে। একটি বৈষম্যহীন, সাম্য ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ছাত্র-জনতা রক্ত দিয়েছে। আগামী প্রজন্মের জন্য সে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজ্বী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। কাজী বাহাউদ্দিন ফারুক মুন্নার সভাপতিত্বে ও মফিজ মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মো. আবুল বশর চৌধুরী, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম পিয়ারু, মো. মহিউদ্দিন মাষ্টার, ইকবাল হোসেন প্রমুখ।
যাযাদি/ এমএস