সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বিডিইউ'র নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪
বিডিইউ'র নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' করার দাবিতে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।তাদের দাবি, বর্তমান নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় বহনকারী নামকরণ করা হোক। শনিবার (২২ ফেব্রুয়ারি) চন্দ্রা - কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন।

গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম 'গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি' করার ঘোষণা দেওয়া হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও শিক্ষার্থীরা আরো প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সংগঠক ইউনুস আলী, ফখরুল হাসান ফয়সাল, শাহরিয়ার কবির সজিবসহ বক্তারা বলেন,গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও পরিচয় স্পষ্টভাবে তুলে ধরে না। তারা চান, বিশ্ববিদ্যালয়টি "বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি" নামে স্বীকৃতি পাক, যা একাডেমিক ও প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে