রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

গবেষণায় রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করতে ইউজিসির উদ্যোগ

বাকৃবি প্রতিনিধি
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৪
গবেষণায় রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের জবাবদিহিতা নিশ্চিত করতে ইউজিসির উদ্যোগ
ছবি: যায়যায়দিন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন বলেছেন, ইউজিসির এই উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের যথাযথ জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে রেজিস্ট্রার বলেন, "বাকৃবিতে ইউজিসি প্রথমবারের মতো গবেষণা প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ করেছে। তাদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে গবেষণা প্রকল্পের বরাদ্দকৃত অর্থের যথাযথ জবাবদিহি নিশ্চিত হবে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। তাই জাতীয় উন্নয়ন কৃষির অগ্রগতির ওপর নির্ভরশীল। জনবল, জমি ও জল—এ তিন সম্পদে বাংলাদেশ সমৃদ্ধ। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। এজন্য প্রয়োজন বিজ্ঞানভিত্তিক কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ।"

রেজিস্ট্রার জানান, ইউজিসির অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমে কৃষিখাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হচ্ছে। বর্তমানে বাকৃবিতে ইউজিসির বরাদ্দকৃত প্রকল্পভিত্তিক গবেষণায় ১ কোটি ৩১ লাখ ২২ হাজার টাকার গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এসব গবেষণা নতুন প্রযুক্তি উদ্ভাবন, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, কৃষিভিত্তিক শিল্পের প্রসার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।

এর আগে সকালে ইউজিসির একটি বিশেষায়িত দল বাকৃবির ৪৭টি গবেষণা প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ করে। ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিবের নেতৃত্বে দলটি বাকৃবির ৪৪টি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৩টি গবেষণা প্রকল্প পর্যালোচনা করে।

কর্মশালায় চলমান গবেষণা প্রকল্পগুলোর বর্তমান অবস্থা, অগ্রগতি, গবেষকদের উদ্ভাবন, চ্যালেঞ্জ এবং গবেষণা কার্যক্রমের উন্নয়নে সুপারিশ তুলে ধরা হয়।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে