জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়েছিলো গত ৬ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা এ নামফলক খুলে ফেলেন। নাম ফলক খুলে ফেলার এক মাস হলেও নতুন কোনো নাম ঠিক হয়নি বিশ্ববিদ্যালয়টির একমাত্র এই ছাত্রী হলের।
জানা যায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়। পরিবর্তন করা হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নামও। এরই ধারাবাহিকতায় খুলে রাখা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই হলের নাম ফলকও।
তবে নামফলক খুলে রাখার সময়, নতুন কোনো নাম ঠিক হয়নি বলে জানা যায়। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নাম প্রস্তাব করেন শিক্ষার্থীরা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হল', 'ফেলানী ছাত্রী হল', 'মাহমুদা স্মৃতি হল', 'রিয়া গোপ ছাত্রী হল' ইত্যাদি।
এদিকে নামফলক খুলে রাখার পর নতুন নাম ঠিক করতে একটি কমিটি গঠনের কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম তখন বলেন, শিক্ষার্থীদের দাবির আলোকে ছাত্রী হলের নাম পরিবর্তন করা হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে আমরা আরও আগে একটি কমিটি গঠন করেছি। কমিটি কাজ করছে এবং আগামী সপ্তাহে তারা সব চূড়ান্ত করতে পারবে।
তবে এ ঘটনার এক মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমরা একটা কমিটি করে দিয়েছিলাম। তারা এটা নিয়ে কাজ করছে। শিক্ষার্থীরা বিভিন্ন নাম প্রস্তাব করছে সেখান থেকে যাচাই-বাছাই করতে একটু সময় লাগছে।
তিনি আরো বলেন, আমি চেয়েছি ৩৬ জুলাই নামকরণ করা হোক। যাতে এখান থেকে একশ বছর পরও কেউ এই নাম দেখলে যেন জুলাইয়ের ইতিহাস জানতে পারে। কিন্ত ছাত্রীরা আবার চাচ্ছে কোনো নারীর নামে। তবে আশা করছি দ্রুতই চূড়ান্ত হয়ে যাবে।