শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে পবিপ্রবিতে মিছিল ও স্মারকলিপি

পবিপ্রবি প্রতিনিধি
  ১৩ এপ্রিল ২০২৫, ১৬:১৩
আপডেট  : ১৩ এপ্রিল ২০২৫, ১৬:২২
শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে পবিপ্রবিতে মিছিল ও স্মারকলিপি
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে কর্মকর্তা কর্তৃক হেনস্তা এবং বাস ড্রাইভারের অসদাচরণের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে।

১৩ এপ্রিল (রবিবার) দুপুর ১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৮ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে ছিল—কৃষি গুচ্ছে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহারের তদন্ত, বাসের স্টাফদের দ্বারা শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, বহিরাগতদের টাকা দিয়ে সিট বরাদ্দের অবসান এবং দ্রুত ‘ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ পদ চালুর দাবি।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী অমিয় জামান বলেন, “গতকাল আমাদের এক নারী শিক্ষার্থীকে কর্মকর্তারা বাজে ব্যবহার করে বাস থেকে নামিয়ে দেন। বাস স্টাফদের অসদাচরণও নিয়মিত ঘটনা—এ কারণেই আমরা এই কর্মসূচি পালন করছি।”

ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী ফাতেমা জাহান মেঘলা বলেন, “সিট সংকটে আমরা দাঁড়িয়ে যাতায়াত করি, অথচ বহিরাগতরা টাকা দিয়ে সিট পায়। প্রতিবাদ করলেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “তোমাদের সব দাবিই যৌক্তিক। এগুলো নিয়ে আমরা আগে থেকেই অবগত। খুব দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “ঘটনার পরপরই ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলা হয়েছে এবং সার্বিক সহযোগিতা করা হয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।”

উল্লেখ্য, ১২ এপ্রিল (শনিবার) পটুয়াখালী থেকে ক্যাম্পাসগামী একটি বাসে এক নারী শিক্ষার্থী ও কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। একই দিন বাবুগঞ্জ থেকে আসা অন্য একটি বাসের ড্রাইভারের বিরুদ্ধেও শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

যাযাদি/এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে