মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নোবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা দিবে ছাত্রদল

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২১ এপ্রিল ২০২৫, ২০:১৭
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ২০:২৭
নোবিপ্রবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের থাকা-খাওয়া, যাতায়াতসহ প্রয়োজনীয় সহযোগিতা দিবে ছাত্রদল
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি অংশ নিতে আসা শিক্ষার্থীদের থাকা-খাওয়া, পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ব্যবস্থাসহ ভর্তি সংক্রান্ত তথ্য প্রয়োনীয় সহযোগিতা প্রদানের প্রস্তুতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে নোবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক নুর হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৫ এপ্রিল থেকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষা অংশ নিতে অন্যান্য বারের মতো এবারও দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ নোয়াখালী আসবেন। এ সময় তাদেরকে যাতে থাকা- খাওয়া, পরীক্ষা কেন্দ্র যাওয়া আসা সহ অন্যান্য কোন বিষয়ে যেন কোন রকম অসুবিধায় পড়তে না হয় সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এ তথ্য সহায়তা কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত তথ্য, তাদের থাকা-খাওয়া ও পরীক্ষা কেন্দ্র যাতায়াতের ব্যবস্থা সহ প্রয়োনীয় সহযোগিতা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ভর্তি পরীক্ষার সময় সড়কে যানজট নিরসনকল্প ছাত্রদলের কর্মীরা কাজ করবে, কোন পরীক্ষার্থী কোনো কারণে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যা পড়লে তাকে জরুরি বাইক সেবা প্রদান, পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সাহায্য করা, পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বিশ্রামের ব্যাবস্থাসহ সার্বিক সহযোগিতা করবে ছাত্রদলের নেতাককর্মীরা।

এছাড়া ভর্তির পরে দূরদূরান্ত থেকে আসা অনেকেই আবাসন পেতে সমস্যায় পড়ে তাদের আবাসন ব্যবস্থা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শাহরাজ উদ্দিন জিহান ও হাসিবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে